অর্থ আত্মসাৎ ও পাচারের অভিযোগে রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান মো. সাহেদের বিরুদ্ধে মামলার সিদ্ধান্ত নিয়েছে দুদক।
আজ কমিশন সভায় এক বছর অনুসন্ধান শেষে সাহেদের বিরুদ্ধে মামলাটির অনুমোদন দেয়া হয়।
শিগগিরই দুদক এ মামলাটি দায়ের করবে। অনুসন্ধান সংশ্লিষ্টরা জানান, এনআরবি ব্যাংক থেকে অর্থ আত্মসাতের অভিযোগে সাহেদের বিরুদ্ধে গত বছর থেকেই দুদকে অনুসন্ধান চলছে।
প্রাথমিক অনুসন্ধানে সাহেদের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ প্রমাণিত হয়। অনুমোদিত মামলায়, এনআরবি ব্যাংক লিমিটেড থেকে ১ কোটি ৫১ লাখ টাকা আত্মসাতের কথা বলা হয়েছে।
নিউজ ডেস্ক/বিজয় টিভি