বাংলাদেশ ও ভারতের পররাষ্ট্র সচিব পর্যায়ে দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
দুপুরে, রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে ভারতের পররাষ্ট্র সচিব শ্রিংলা জানান, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিশেষ বার্তা নিয়ে এসেছেন তিনি। করোনা ভ্যাকসিন আবিষ্কারে ভারত সফল হলে অগ্রাধিকার ভিত্তিতে পাবে বাংলাদেশ।
আর পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেন বলেন, বাংলাদেশ-ভারত সীমান্তে হত্যা বেড়ে যাওয়ায় বাংলাদেশের পক্ষ থেকে উদ্বেগ জানানো হয়েছে। পাশাপাশি দুদেশের মধ্যে যাতায়াত সহজ করার জন্য এয়ার বাবল চালুর বিষয়ে আলোচনা হয়েছে বলেও জানান তিনি।
প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সম্পর্ক জোরদারের অংশ হিসেবে ১৮ আগস্ট দু’দিনের সফরে ঢাকায় আসেন শ্রিংলা।
নিউজ ডেস্ক/বিজয় টিভি