এখন থেকে সীমিতভাবে সারাদেশে সাংগঠনিক কার্যক্রম শুরু হবে বলে জানিয়েছন, আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
আজ (বুধবার) বঙ্গবন্ধু এভিনিউতে দলের সম্পাদকমন্ডলীর সভায় তিনি এ কথা জানান। তিনি বলেন, আগামী ১৫ সেপ্টেম্বরের মধ্যে সম্মেলন হয়ে যাওয়া জেলা এবং সহযোগী সংগঠনগুলোকে পূর্নাঙ্গ কমিটি জমা দিতে নির্দেশনা দেয়া হয়েছে।
এসময় মানবিক কারণে বেগম জিয়াকে মুক্তি দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা উল্লেখ করে ওবায়দুল কাদের আরো বলেন, বিএনপি লড়াই করে তাকে মুক্ত করেছে, এমন দাবি মির্জা ফখরুল করতে পারবেন না।
নিউজ ডেস্ক/বিজয় টিভি