সড়ক আইন পুরোপুরি বাস্তবায়ন না হওয়া দুঃখজনক উল্লেখ করে সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বাস্তব কিছু কারণে সড়ক পরিবহণ আইন পুরোপুরি বাস্তবায়ন করা যাচ্ছে না।
আজ, ২০৩০ সালের মধ্যে সড়কে দুর্ঘটনা অর্ধেকে নামিয়ে আনার লক্ষ্য নিয়ে ব্র্যাক ও বিশ্বব্যাংক আয়োজিত ভার্চুয়াল অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
সেতুমন্ত্রী বলেন, উন্নত বিশ্বের মতো বাংলাদেশেও নিরাপদ সড়ক নিশ্চিত করতে রোড সেফটি অডিট চালু হয়েছে। আগামী দুই থেকে তিন বছরের মধ্যে বাংলাদেশের সড়ক নেটওয়ার্কে বৈপ্লবিক পরিবর্তন সাধিত হবে।
এ সময় নারী চালকেরা পুরুষের তুলনায় ট্রাফিক আইনের প্রতি বেশি অনুগত তাই সড়কে দুর্ঘটনা কমাতে সরকার নারী চালক তৈরির সুযোগ বাড়াচ্ছে বলেও জানান তিনি।
নিউজ ডেস্ক/বিজয় টিভি