বার বার আন্দোলন ও নির্বাচনে ব্যর্থ হওয়ায় বিএনপির রাজনীতিতে এখন সংকটের কালো ছায়া পড়েছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
আজ (বুধবার) সকালে নিজ বাস ভবনে এক ব্রিফিংয়ে এ মন্তব্য করেন তিনি।
ওবায়দুল কাদেরের দাবি, দেশে এ মুহূর্তে কোনো রাজনৈতিক সংকট নেই। এ সময় তিনি একটি মতলবি মহল ধর্মসহ নানা বিষয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে উদ্দেশ্যমূলকভাবে গুজব ছড়িয়ে রাষ্ট্র ও সরকারের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে বলে মন্তব্য করেন।
নিউজ ডেস্ক/বিজয় টিভি