সব মুসলিম দেশেই ভাস্কর্য আছে উল্লেখ করে তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ অভিযোগ করেছেন, যারা ভাস্কর্য ও মূর্তির পার্থক্য বোঝে না তারাই এ বিষয়ে বিভ্রান্তি ছড়াচ্ছে।
বুধবার (১৮ নভেম্বর) দুপুরে সচিবালয়ে এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।
এসময় তিনি আরও বলেন, বঙ্গবন্ধুর ভাস্কর্য নির্মাণের প্রতিবাদ জানাচ্ছে তারা অচীরেই ভাস্কর্য ও মূর্তির পার্থক্য বুঝবে।
পরে বর্তমান বাস্তবতায় ওটিটি কনটেন্ট এড়ানো সুযোগ নেই উল্লেখ করে তথ্যমন্ত্রী বলেন, দেশের ঐতিহ্য সংস্কৃতি ও মূল্যবোধ যেন অক্ষুন্ন থাকে তা নিশ্চিত করবে সরকার। এজন্য একটি আলাদা কমিটি গঠন করা হবে।
এছাড়াও দেশের চলচ্চিত্র শিল্পের উন্নয়নে ১ হাজার কোটি টাকার তহবিল গঠনের উদ্যোগের কথাও জানান তিনি।
ডেস্ক নিউজ/বিজয় টিভি