আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ” আওয়ামী লীগে রাজনৈতিক পরিচয়ে অপরাধ করার কোন সুযোগ নেই । অনিয়ম দুর্নীতির বিরুদ্ধে শেখ হাসিনা স্বপ্রণোদিত হয়ে যে শুদ্ধি অভিযান শুরু করেছিলেন, তা এখনও চলমান আছে,ভবিষ্যতেও অব্যাহত থাকবে। দল কখনো কোন অপরাধীকে রক্ষা করার ঢাল হবে না।”
তিনি বলেন, আওয়ামী লীগে আভ্যন্তরীন গণতন্ত্র চর্চার পাশাপাশি দলীয় প্রধান শেখ হাসিনার নেতৃত্বে দুষ্টের দমন ও শিষ্টের লালন নীতি অনুসরণ করা হয় বলে ।
আজ (বৃহস্পতিবার) সকালে ওবায়দুল কাদের তার সরকারি বাসভবনে ব্রিফিংকালে একথা বলেন।
বাংলাদেশ আওয়ামী লীগ একটি সুশৃঙ্খল রাজনৈতিক দল উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, সাংগঠনিক ভাবে কোন অনিয়ম,দূর্নীতি প্রশ্রয় দেওয়া হয় না,যে কোন অভিযোগের প্রমাণ পাওয়া মাত্রই নেয়া হচ্ছে সাংগঠনিক ব্যবস্থা।
নিউজ ডেস্ক/বিজয় টিভি