করোনার কারণে দেরি হলেও আশা করা হচ্ছে এবার বাণিজ্য মেলা হবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশী।
রবিবার (০৭ জানুয়ারি) চায়না বাংলাদেশ ফ্রেন্ডশিপ এক্সিবেশন সেন্টার হস্তান্তর অনুষ্ঠানে একথা বলেন তিনি।
এসময় মন্ত্রী বলেন, এ বছরের বাণিজ্য মেলা এখনো বাতিল করা হয়নি। প্রধানমন্ত্রীর অনুমতি পেলে বছরের মাঝামাঝি সময়ে ১ মাসব্যাপী বাণিজ্য মেলা হবে। এ বছর করোনায় ধারাবাহিকতা নষ্ট হলেও স্বাভাবিক সময়ে জানুয়ারি মাস জুড়েই বাণিজ্য মেলা অনুষ্ঠিত হবে।
তিনি আরও বলেন, এখন থেকে শেরে বাংলা নগরে নয় বাণিজ্য মেলা হবে পূর্বাচলের স্থায়ী মেলা কেন্দ্রে। এছাড়াও রপ্তানি বাড়াতে পূর্বাচলের ভেন্যুতে শুধু ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা নয়, ঐ স্থানে সারা বছর ধরেই নানা প্রদর্শনী ও মেলা অনুষ্ঠিত হবে।