দক্ষিণ কোরিয়ার একটি হোটেলে আগুন লেগে প্রাণ হারিয়েছেন অন্তত সাত জন। গুরুতর আহত হয়েছেন আরও বারো জন। বৃহস্পতিবার (২২ আগস্ট) এক প্রতিবেদনে সংবাদ সংস্থা এপি এ তথ্য জানায়।
প্রতিবেদনে বলা হয়, স্থানীয় সময় সন্ধ্যায় রাজধানী সিওলের দক্ষিনে বুচেন এলাকার একটি নয়তলা হোটেলের আট তলায় ছড়িয়ে পরে আগুন। হতাহতদের মধ্যে তিনজনের অবস্থা এখনো আশঙ্কাজনক। আটকে পড়াদের উদ্ধার করতে কাজ করে যাচ্ছে দেড়শো ফায়ার সার্ভিস কর্মী।
আড়ও পড়ুন: এক্সের মাধ্যমে অস্ত্র কেনা-বেচা চলছে ইয়েমেনে
প্রায় দুই ঘণ্টা একটানা চেষ্টার পর নিয়ন্ত্রনে আসে আগুন। হতাহতদের বেশিরভাগই ছিলেন হোটেলের অতিথি। উদ্ধারকাজ পরিদর্শন করেছেন দেশটির নিরাপত্তামন্ত্রী লি স্যাং মিন। তবে, এখনো আগুন লাগার কারণ জানা যায়নি। ইতোমধ্যে, তদন্ত করার জন্য একটি দল গঠন করেছেন নিরাপত্তামন্ত্রী।