নিউজ ডেস্ক / বিজয় টিভি
আজ ভয়াল ২৯ এপ্রিল। ১৯৯১ সালের এদিনে প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসে নিহত হয়েছিল দক্ষিণ-পূর্ব উপকূলীয় অঞ্চলের প্রায় এক লাখ ৩৮ হাজার মানুষ।
সর্বস্ব হারিয়েছেন প্রায় এক কোটি মানুষ। নিহতদের বেশিরভাগই ছিলেন সন্দ্বীপ, কক্সবাজারের মহেশখালী ও হাতিয়া অঞ্চলের। এছাড়া আনোয়ারা, বাঁশখালী, সীতাকুন্ড, চকরিয়া ও পেকুয়াতেও বহু মানুষ নিহত হন। প্রায় ১০ লাখ ঘরবাড়ি ক্ষতিগ্রস্থ ও কয়েক লাখ গবাদি পশুর মৃত্যু হয়। বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন দিনটি স্মরণ এবং নিহতদের আত্মার শান্তি কামনায় নানা কর্মসূচি পালন করেছে।
নিউজ ডেস্ক / বিজয় টিভি