নিউজ ডেস্ক / বিজয় টিভি
রাজধানীর উত্তরখানের মা ও মেয়েকে শ্বাসরোধে এবং ছেলেকে গলাকেটে হত্যা করা হয়েছে। ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের ফরেনসিক বিভাগের প্রধান সোহেল মাহমুদ এ কথা জানিয়েছেন।
গতকাল রাতে উত্তরখানের ওই বাসা থেকে মা জাহানারা বেগম মুক্তা, ছেলে কাজী মহিব হাসান রশ্মি ও মেয়ে আফিয়া সুলতানা মিমের মরদেহ উদ্ধার করে পুলিশ। সোহেল মাহমুদ বলেন, নিহতদের ময়নাতদন্ত শেষ হয়েছে। মায়ের গলায় এবং পেটে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। তবে তাকে ও মেয়েকে গলায় গামছা পেঁচিয়ে শ্বাসরোধে হত্যা করা হয়েছে। এছাড়া ছেলেকে গলায় ধারালো ছুরি চালিয়ে হত্যা করা হয়েছে বলে প্রমান পাওয়া গেছে পোস্ট মর্টেমে।
নিউজ ডেস্ক / বিজয় টিভি