কুড়িগ্রামের ভুরুঙ্গামারী থেকে ছেড়ে আসা ঢাকাগামী একটি যাত্রীবাহী বাসের চাপায় তিন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
শুক্রবার (২৮ জুলাই) রাত ৯টার দিকে উপজেলার আন্ধারীঝাড়-রায়গঞ্জ সড়কের মাঝামাঝি এলাকায় এ ঘটনা ঘটে।
ভুরুঙ্গামারী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
নিহতরা হলেন- নাগেশ্বরী উপজেলার রামখানা ইউনিয়নের কাঁঠালবাড়ি গ্রামের শাহিন (২৫), সুমন (২৩) ও সাগর (২৪)।
এদিকে মোটরসাইকেলকে চাপা দিয়ে দ্রুত পালিয়ে যাওয়ার সময় বাসটিকে আটক করেছে নাগেশ্বরী থানা পুলিশ।