ঝালকাঠিতে মাদকসেবন, সন্ত্রাসী কর্মকাণ্ড ও ভূমিদস্যুতা বন্ধের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে যুবলীগ ও ছাত্রলীগ।
সকালে স্থানীয় শেখ রাসেল মিনি স্টেডিয়ামের সামনে থেকে মিছিলটি বের হয়। মিছিল শেষে জেলা প্রেসক্লাবের সামনে সমাবেশ হয়। এসময় বক্তব্য রাখেন যুবমহিলা লীগের আহ্বায়ক শারমিন মৌসুমি কেকা, জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক রেজাউল করিম জাকিরসহ অন্যরা। সভায় বক্তারা এ ধরণের কর্মকান্ডের বিরুদ্ধে সব শ্রেণির মানুষকে ঐক্যবদ্ধ হয়ে প্রতিবাদ ও প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান।
নিউজ ডেস্ক / বিজয় টিভি