বঙ্গবন্ধুর অবর্তমানে পরিবার ও সংগঠনের হাল ধরতেন বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিব,কারাবন্দী মুজিব ও সংগঠনের সেতুবন্ধন ছিলেন তিনি বলে মন্তব্য করেছেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল।
বৃহস্পতিবার বঙ্গবন্ধু এভিনিউয়ে ঢাকা মহানগর দক্ষিন আওয়ামী লীগ আয়োজিত বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিবের জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে তিনি এ কথা বলেন। শিক্ষা উপমন্ত্রী আরও বলেন, বঙ্গমাতা ছিলেন জাতির জনকের আমৃত্যু ছায়াসঙ্গী। ইতিহাসের বড় অধ্যায়গুলোতে সঠিক সিদ্ধান্ত নিতে শেখ মুজিবুর রহমানকে সর্বাত্বক সহোযোগীতা করতেন তিনি।
নিউজ ডেস্ক / বিজয় টিভি