শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহীবুল হাসান চৌধুরী নওফেল বলেছেন, আখতারুজ্জামান একটি প্রতিষ্ঠান। ৭৫ পরবর্তী সময়ে যখন আওয়ামী লীগ আস্থা সংকটে ভুগছিল, নেতারা ক্ষমতার লোভে দল ছেড়েছিল তখন তিনিই পাশে দাঁড়িয়েছিলেন।
চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি, সাবেক সাংসদ আখতারুজ্জামান চৌধুরী বাবুর মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত স্মরণ সভায় এসব কথা বলেন তিনি। স্মরণ সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগ সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগ সভাপতি মোছলেম উদ্দিন আহমদের সভাপতিত্বে সভায় আরো উপস্থিত ছিলেন, তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ, ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ, চট্টগ্রাম সিটি কর্পোরেশন মেয়র আ জ ম নাছির উদ্দিনসহ আরো অনেকে।
নিউজ ডেস্ক/বিজয় টিভি