বরগুনার আলোচিত রিফাত শরীফ হত্যা মামলায় মিন্নির জামিন বাতিল আবেদনের শুনানি রাষ্ট্রপক্ষের আবেদনের প্রেক্ষিতে আগামী ২ ফেব্রুয়ারি ধার্য্য করেছেন আদালত।
সকালে বরগুনার নারী ও শিশু আদালতের বিচারক মো.হাফিজুর রহমান এ তারিখ নির্ধারণ করেন। গত ৮ জানুয়ারি মিন্নির জামিন বাতিলের জন্য আবেদন করে রাষ্ট্রপক্ষ।
এরপর মিন্নির জামিন কেন বাতিল করা হবে না জানতে চেয়ে আসামিপক্ষকে কারণ দর্শাতে বলা হয়। পরে ১৫ জানুয়ারি কারণ দর্শানোর নোটিশের লিখিত জবাব আদালতে দাখিল করেন মিন্নির আইনজীবী।
আজ মিন্নির জামিন বাতিল আবেদনের শুনানির জন্য রাষ্ট্রপক্ষ সময় প্রার্থনা করলে আদালত এ দিন ধার্য্য করেন।
নিউজ ডেস্ক/বিজয় টিভি