উত্তরাঞ্চলের জনপ্রিয় ‘রামসাগর এক্সপ্রেস’ ট্রেনটি পুনরায় চালুর দাবিতে গাইবান্ধায় মানববন্ধন করেছেন জেলার সর্বস্তরের মানুষ।
আজ (সোমবার) দুপুরে শহরের রেল স্টেশনের ২ নম্বর প্লাটফরমে বাংলাদেশ মানবাধিকার কমিশন গাইবান্ধা সদর শাখার উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়। মানববন্ধনে সভাপতিত্ব করেন জেলা মানবাধিকার কমিশনের সভাপতি অ্যাডভোকেট সেকেন্দার আজম আনাম।
বক্তারা বলেন, কোনো কারণ ছাড়াই দীর্ঘ এক যুগ ধরে এ লাইনে ট্রেনটির চলাচল বন্ধ রয়েছে। ফের এ ট্রেনটি চালু হলে গাইবান্ধাসহ কয়েক জেলার মানুষের দুর্ভোগ লাঘব হবে।
নিউজ ডেস্ক/বিজয় টিভি