বিচার ব্যবস্থা নিয়ে কোনো ধরনের কথা বলার অধিকার বিএনপির নেই বলে মন্তব্য করেছেন, তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।
আজ (বৃহস্পতিবার) দুপুরে চাঁপাইনবাবগঞ্জ জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে তিনি এ মন্তব্য করেন। মন্ত্রী বলেন, বিএনপির আমলে কোনো আদালত স্বাধীন ছিল না।
আজ বাংলাদেশে বিচার ব্যবস্থা স্বাধীনভাবে কাজ করছে। তার প্রমাণ পিরোজপুর। সেখানকার আওয়ামী লীগের সাবেক এমপি ও বর্তমান জেলা আওয়ামী লীগের সভাপতির বিরুদ্ধে মামলা হয়েছে।
এছাড়া আওয়ামী লীগের অসংখ্য নেতাকর্মী অপরাধের দায়ে কারাগারে রয়েছে। এ সময় উপস্থিত ছিলেন, আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মোহাম্মদ নাসিম, জেলা আওয়ামী লীগের সভাপতি মঈনুদ্দীন মন্ডলসহ অন্যরা।
নিউজ ডেস্ক/বিজয় টিভি