ফিলিস্তিনের গাজা উপত্যকায় হামাসের অবস্থান লক্ষ্য করে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল।
শুক্রবার গাজা উপত্যকা থেকে ইসরায়েলে রকেট নিক্ষেপের জবাবে এ হামলা চালানো হয় বলে জানিয়েছে ইসরায়েল সেনাবাহিনী। তারা জানায়, গাজা উপত্যকার দক্ষিণাঞ্চলে রকেট ফ্যাক্টরিতে হামলা চালিয়েছে বিমানগুলো।
এদিকে, অধিকৃত পশ্চিমতীর ইসরায়েলি ভূখণ্ডের সঙ্গে যুক্ত করার পরিকল্পনাকে ‘যুদ্ধ ঘোষণার শামিল’ বলে সতর্ক করেছে হামাস। সম্প্রতি ইসরায়েলের প্রতি জাতিসংঘের মহাসচিব ও বিশ্ব নেতাদের হুঁশিয়ারির মধ্যেই এ হামলা চালানো হয়েছে।
নিউজ ডেস্ক/বিজয় টিভি