স্কটল্যান্ডের গ্লাসগো শহরের একটি হোটেলে ছুরিকাঘাত করে তিন পর্যটককে হত্যা করেছেন এক অভিবাসনপ্রত্যাশী।
শুক্রবার দুপুরে হামলার সময় পুলিশের গুলিতে হামলাকারীরাও প্রাণ হারিয়েছেন। তবে হামলাকারীর নাম-পরিচয় কিছুই উল্লেখ করা হয়নি। এ ঘটনায় পুলিশসহ ৬ জনকে আহতাবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ঘটনার পর থেকে পুলিশ জনগণকে ওই এলাকা এড়িয়ে চলার অনুরোধ জানিয়েছেন। স্কটল্যান্ডের ফার্স্ট মিনিস্টার নিকোলা স্টারজিওন এবং ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন গ্লাসগোর এ ঘটনায় গভীর দুঃখ প্রকাশ করেছেন।
নিউজ ডেস্ক/বিজয় টিভি