ইউএস-বাংলা এয়ারলাইন্সের একটি চার্টার্ড ফ্লাইটে সংযুক্ত আরব আমিরাতের আবুধাবি থেকে ফিরেছেন আরও ১৫২ বাংলাদেশি।
বুধবার (১ জুলাই) সকাল ৮টা ২০ মিনিটে ফ্লাইটটি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। কোভিড-১৯ এর কারণে উদ্ভূত পরিস্থিতিতে মধ্য প্রাচ্যের এ দেশটিতে দীর্ঘদিন আটকা পড়েন বাংলাদেশি নাগরিকরা।
নাগরিকদের ফিরিয়ে আনতে বাংলাদেশ বিমানবাহিনী ওয়েলফেয়ার ট্রাস্ট এই চার্টার্ড ফ্লাইটের উদ্যাগ নেয়।
নিউজ ডেস্ক/বিজয় টিভি