পদ্মায় বৃদ্ধি পাচ্ছে পানি। ফলে মাদারীপুরের শিবচর উপজেলার চরাঞ্চলের তিনটি ইউনিয়নের বেশ কিছু গ্রাম প্লাবিত হয়েছে। তলিয়ে গেছে রাস্তাঘাটও।
এদিকে পানি বৃদ্ধির সঙ্গে সঙ্গে নদী ভাঙনও বেড়েছে। ভাঙনের ঝুঁকি থাকায় এরই মধ্যে চরজানাজাত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের বাড়িসহ শতাধিক ঘরবাড়ি নিরাপদ স্থানে ঘরবাড়ি সরিয়ে নেওয়া হয়েছে।
এছাড়া ওই এলাকায় ভাঙনের ঝুঁকিতে রয়েছে একাধিক শিক্ষা প্রতিষ্ঠান, ইউপি ভবন, কমিউনিটি ক্লিনিক ও বাজার। নদীভাঙন প্রতিরোধে স্থানীয় সাংসদ চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরীর নির্দেশে জিও ব্যাগ ডাম্পিং করে ভাঙন প্রতিরোধের চেষ্টা করছে পানি উন্নয়ন বোর্ড।
নিউজ ডেস্ক/বিজয় টিভি