বেসরকারি হাসপাতালের বিরুদ্ধে চিকিৎসা বাবদ অস্বাভাবিক বিল নেয়ার অভিযোগ উঠলে তা দুর্নীতি দমন কমিশনকে তদন্তের নির্দেশ দিয়েছে হাইকোর্ট।
আজ (সোমবার) সকালে বিচারপতি ইনায়েতুর রহিমের ভার্চুয়াল বেঞ্চ এ আদেশ দেয়।
এছাড়া, রোগী ফেরত দেয়া ও হাসপাতালের অনিয়মের অভিযোগ আমলে নিয়ে কী ব্যবস্থা নেয়া হয়েছে তা আগামী ২১ জুলাই প্রতিবেদন দিতে স্বাস্থ্য অধিদপ্তরকে নির্দেশ দেয়া হয়েছে।
স্বাস্থ্যসেবা নিয়ে রিটের শুনানিতে হাইকোর্টের নির্দেশনায় বলা হয়: ক্যান্সারসহ জটিল রোগে আক্রান্ত রোগীদের কোভিড-নাইনটিন থাকলে ৩৬ থেকে ৪৮ ঘন্টার মধ্যে টেস্ট করে চিকিৎসা অব্যাহত রাখতে হবে। পাশাপাশি ১০ কার্যদিবসের মধ্যে অক্সিজেনের মূল্য নির্ধারণ করারও নির্দেশ দেয়া হয়।
নিউজ ডেস্ক/বিজয় টিভি