দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৩৯ জন। একই সময়ে শনাক্ত হয়েছেন ২ হাজার ৭৩৩ জন।
এ নিয়ে দেশে করোনায় মোট মৃতের সংখ্যা দাঁড়ালো ২ হাজার ৪৯৬ জনে। আর মোট শনাক্তের সংখ্যা এক লাখ ৯৬ হাজার ৩২৩ জন।
আজ (বৃহস্পতিবার) দুপুরে স্বাস্থ্য অধিদফতরের করোনাভাইরাস সংক্রান্ত নিয়মিত অনলাইন হেলথ বুলেটিনে অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা এসব তথ্য জানান।
নাসিমা সুলতানা জানান, করোনাভাইরাসে আক্রান্তদের মধ্যে গত ২৪ ঘন্টায় হাসপাতাল এবং বাসায় মিলিয়ে সুস্থ হয়েছেন ১ হাজার ৯৪০ জন। গতকালের চেয়ে আজ ১৪৪ জন বেশি সুস্থ হয়েছেন। গতকাল সুস্থ হয়েছিলেন ১ হাজার ৭৯৬ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১ লাখ ৬ হাজার ৯৬৩ জন।
তিনি জানান, আজ শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৫৪ দশমিক ৪৮ শতাংশ। আগের দিন এই হার ছিল ৫৪ দশমিক ২৫ শতাংশ। আগের দিনের চেয়ে আজ সুস্থতার হার শূন্য দশমিক ২৩ শতাংশ বেশি।
অতিরিক্ত মহাপরিচালক জানান, গত ২৪ ঘন্টায় ১২ হাজার ৮৮৯ জনের নমুনা পরীক্ষায় ২ হাজার ৭৩৩ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। গতকালের চেয়ে আজ ৪০০ জন কম শনাক্ত হয়েছেন। গতকাল ১৪ হাজার ২ জনের নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছিলেন ৩ হাজার ৫৩৩ জন।
তিনি জানান, দেশে এ পর্যন্ত মোট ৯ লাখ ৯৩ হাজার ২৯১ জনের নমুনা পরীক্ষায় ১ লাখ ৯৬ হাজার ৩২৩ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। মোট পরীক্ষার বিবেচনায় শনাক্তের হার ১৯ দশমিক ৭৬ শতাংশ। গত ২৪ ঘন্টায় নমুনা পরীক্ষার বিবেচনায় শনাক্তের হার ২১ দশমিক ২০ শতাংশ। আগের দিন এ হার ছিল ২৫ দশমিক ২৩ শতাংশ। আগের দিনের চেয়ে আজ শনাক্তের হার ৪ দশমিক ০৩ শতাংশ কম।
নিউজ ডেস্ক/বিজয় টিভি