পাঞ্জাবে পাক-ভারত সীমান্তে পাঁচ অনুপ্রবেশকারীকে গুলি করে হত্যা করেছে বিএসএফ। শনিবার ভোরে এ ঘটনা ঘটে।
বিএসএফ সূত্রে খবর, এ দিন ভোর পৌনে ৫টা নাগাদ তারণ তরণ জেলার খেমকরনে পাক-ভারত সীমান্ত দিয়ে ৫ জন অনুপ্রবেশকারী এ দেশে ঢোকার চেষ্টা করছিল। বিএসএফের টহলদারি দল অনুপ্রবেশকারীদের দেখতে পায়। সঙ্গে সঙ্গে তারা সতর্ক হয়ে যায়।
বিএসএফ আরও জানিয়েছে, টহলদারি দলটিকে দেখামাত্রই তাদের লক্ষ্য করে এলোপাথারি গুলি চালাতে শুরু করে অনুপ্রবেশকারীরা। দু’পক্ষের মধ্যে ব্যাপক গুলি বিনিময় হয়। বিএসএফের গুলিতে পাঁচ অনুপ্রবেশকারীর মৃত্যু হয়েছে। গোটা এলাকা ঘিরে তল্লাশি শুরু করেছেন বিএসএফ জওয়ানরা।
অন্য দিকে, এ দিন সকালেই দিল্লির ধৌলা কুঁয়া থেকে আইএস জঙ্গি সন্দেহে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতের নাম আবু ইউসুফ খান। পুলিশের দাবি, রাজধানীতে হামলা চালোনোর ছক ছিল তার। রাতভর গুলির লড়াইয়ের পর এ দিন সকালে গ্রেফতার করা হয় আবুকে। তার কাছ থেকে একটি পিস্তল এবং আইইডি উদ্ধার করেছে পুলিশ। সূত্র: আনন্দবাজার