সহসাই করোনা দেশ থেকে চলে যাবে এমনটি ভাবার কোনো যৌক্তিকতা নেই বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
সকালে, নিজ বাসভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে রাজশাহী সড়ক জোন বিআরসিটি, বিআরটিএ কর্মকর্তাদের সাথে বৈঠক শেষে একথা বলেন তিনি।
এ সময় মন্ত্রী আরও বলেন, দেশে করোনা সংক্রমণ একটা নির্দিষ্ট পর্যায়ে রয়েছে। বাড়ছেও না কমছেও না। বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে তুলনা করলে বাংলাদেশের অবস্থান ভালো হলেও আমাদের আত্মতুষ্টির সুযোগ নেই। যে কোন সময় করোনা পরিস্থিতির অবনতি বা দ্বিতীয় ধাক্কা আসতে পারে বলে বিশেষজ্ঞরা মনে করছেন। সে ক্ষেত্রে করোনা সিগগিরই চলে যাচ্ছে এমনটা মনে করার কোন কারণ নেই।
নিউজ ডেস্ক/বিজয় টিভি