বিদেশে আত্মগোপনে থাকা জাতির পিতার পলাতক খুনিদের সঙ্গে বিএনপি-জামায়াত চক্রের এখনও নিবিড় যোগাযোগ আছে বলে মন্তব্য করেছেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল।
গতকাল (শনিবার) বিকালে নগরীর একটি কমিউনিটি সেন্টারে থানা আওয়ামী লীগ আয়োজিত শোক দিবসের আলোচনা সভায় তিনি বলেন, “এখনও জাতির পিতার হত্যাকারীদের অনেকে বিদেশে আত্মগোপনে আছে। এদের সাথে বিএনপি-জামায়াত গোষ্ঠীর নিবিড়ভাবে যোগাযোগ আছে এবং এরা প্রতিনিয়ত ষড়যন্ত্র করে চলেছে। এই ষড়যন্ত্র নসাৎ করতে হলে আমাদের সাধারণের কাতারে মিশে গিয়ে রাজনীতি করতে হবে।
“নেত্রী চান আমরা সাধারণের কাতারে নেমে তাদের প্রয়োজনে নিজেদের উৎসর্গ করব। আমরা যদি সেভাবে পরিচালিত হতে না পারি তাহলে উল্লেখযোগ্য উদাহরণ রাখতে পারব না। আমরা যদি সাধারণের কাছ থেকে বিচ্যুত হয়ে যাই, সরকারি দলের নেতাকর্মী বলে নিজেদের আত্মগরিমা যদি বেশি হয়ে যায়, তাহলে যে রাজনৈতিক অপশক্তি দীর্ঘ ২১ বছর আমাদের রাষ্ট্র ক্ষমতায় আসতে দেয়নি তারাই শক্তিশালী হবে।” (সংগৃহীত)