হ্যারিকেনে রূপ নিয়ে যুক্তরাষ্ট্রের নিউ অরলিয়ন্সে আঘাত হানতে যাচ্ছে মৌসুমী ঝড় স্যালি।
সোমবার নাগাদ এটি আঘাত হানতে পারে বলে মার্কিন আবহাওয়া কর্মকর্তারা জানিয়েছেন।
স্যালি প্রায় ১২ ফুট পর্যন্ত জলোচ্ছাস তৈরি করতে পারে বলে সতর্ক করেছেন তারা। এরইমধ্যে স্যালির প্রভাবে ফ্লোরিডা উপকূলে ঝড়ো বাতাসের সাথে সাথে বৃষ্টিপাত দেখা দিয়েছে।
উপকূলীয় এলাকা থেকে বেশ কিছু মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেয়া হয়েছে। এদিকে, শনিবার লুইজিয়ানা অঙ্গরাজ্যের গভর্নর তার রাজ্যে জরুরি অবস্থা জারি করেন।
নিউজ ডেস্ক/বিজয় টিভি