প্রাণঘাতী করোনাভাইরাস প্রতিরোধে জারি করা লকডাউনের বিরুদ্ধে রাস্তায় নেমে বিক্ষোভ করেছেন অস্ট্রেলিয়াবাসী। এ সময় সরকারি নির্দেশ অমান্যের দায়ে দেশটির মেলবোর্ন শহর থেকে ৭৪ জনকে আটক করে পুলিশ।
বিবিসির প্রতিবেদনে বলা হয়, এ সপ্তাহে দ্বিতীয় দফায় লকডাউন বিরোধী এই বিক্ষোভে আনুমানিক আড়াইশো মানুষ অংশ নেয়।
পুলিশ বলছে, অনেক বিক্ষোভকারী ছিলেন আক্রমণাত্মক এবং পুলিশ কর্মকর্তাদের সঙ্গে সহিংস আচরণের হুমকি হয়ে দাঁড়িয়েছিলেন।
এর আগেও গত সপ্তাহে লকডাউন বিরোধী বিক্ষোভ থেকে আরও অনেককে আটক করে দেশটির পুলিশ।
নিউজ ডেস্ক/বিজয় টিভি