পাঁচ দশকের অভিনয় ও নির্মাণ ক্যারিয়ারে এবারই প্রথম গান লিখলেন কবরী। সেই গানের সুর-সংগীত পরিচালনা করলেন আরেক কিংবদন্তি শিল্পী সাবিনা ইয়াসমিন। যিনি নিজেও তার দীর্ঘ বর্ণিল ক্যারিয়ারে এবারই প্রথম সুর করলেন!
প্রকাশের আগেই তুমুল আলোচিত এই গানটিতে কণ্ঠ দেওয়ার সুযোগ পেলেন এই প্রজন্মের দুজন, ইমরান ও কোনাল। ‘তুমি সত্যি করে বলো’ শিরোনামের বিশেষ এই গানটি রেকর্ড হলো রবিবার, ৮ নভেম্বর, দুপুরে চ্যানেল আই স্টুডিওতে। কবরী পরিচালিত ছবি ‘এই তুমি সেই তুমি’র জন্য এই গানটি তৈরি হলো।
ছবির বেশিরভাগ শুটিং এরইমধ্যে শেষ হয়েছে। ইমরান আগেই কণ্ঠ দিয়েছেন তার অংশ। কোনালের অংশ শেষ হলো রোববার। এ সময় স্টুডিওতে উপস্থিত ছিলেন দুই কিংবদন্তি কবরী ও সাবিনা ইয়াসমিন। আরও ছিলেন ছবিটির নায়িকা নিশাত সালওয়া।
নিউজ ডেস্ক/বিজয় টিভি