দিন গুনছেন করিনা। তিন থেকে চার হবেন তাঁরা। নতুন করে ‘মা’ ডাক শুনবেন বেবো। তার মধ্যেই চুটিয়ে কাজও করেছেন নায়িকা। আমির খানের সঙ্গে ‘লাল সিং চড্ডা’র শ্যুটিং করতে স্বামী এবং পুত্রকে নিয়ে উড়ে গিয়েছিলেন দিল্লিতে। তবে শ্যুটিং শেষে এখন অবসর উপভোগ করছেন কাপূর।
অবসর সময়কে কাজে লাগিয়ে ভালবাসার বাড়িকে নিজের মতো করে সাজিয়ে তুলেছেন তিনি। সখ করে একটি বাগানও তৈরি করেছেন নবাবপত্নী। এই বিশেষ সময় প্রকৃতির কাছাকাছি থাকতে চেয়েই কি এই পদক্ষেপ? যদিও সেই প্রশ্নের উত্তর মেলেনি।
তবে কারিনা জানিয়েছেন এই অতিমারিকালে নিজেকে সবুজের সংস্পর্শে রাখতে চেয়েছেন নায়িকা। ইনস্টাগ্রামে ১ মিনিটের একটি ভিডিয়ো শেয়ার করে সাধের বাগানের কিছুটা ঘুরিয়ে দেখালেন নায়িকা। নিজের হাতে প্রিয় গাছগুলির সঙ্গে পরিচয় করিয়ে দিলেন অনুরাগীদের। কোনটার সৌরভ বেবোকে মাতিয়ে রাখে, আবার অন্যটা জল-রোদ ছাড়াই বেঁচে থাকে নিজের মতো করে। এই প্রত্যেকটা গাছই তাঁর খুব কাছের। ভালবাসার। (আনন্দবাজার)