ইউরোপা লিগে স্প্যানিশ দল রিয়াল সোসিয়াদাদকে ৪-০ গোলে হারিয়ে বড় জয় পেয়েছে ম্যানচেস্টার ইউনাইটেডে।
ম্যাচের শুরু থেকেই অ্যাটাকিং খেলা ম্যানইউ এগিয়ে যেতে পারতো ম্যাচের দ্বিতীয় মিনিটেই। গোলকিপারকে একা পেয়েও রাশফোর্ডের মিস। এমন বেশকিছু সুযোগ হাতছাড়া করার পর, প্রথম গোলটি আসে ২২ মিনিটে। স্কোর শিটে নাম লেখান পর্তুগিজ মিডফিল্ডার ব্রুনো ফার্নান্দেজ।
প্রথমার্ধের পর লিড ডাবল করেন ব্রুনো। শুরুতেই সহজ সুযোগ মিস করা রাশফোর্ডও পান গোলের দেখা। শেষদিকে ড্যানিয়েল জেমসের গোলে বড় জয় নিয়ে মাঠ ছাড়ে রেড ডেভিলরা।