মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে, ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ রয়েছে।
এ বিষয়ে স্থল বন্দরের আমদানি-রপ্তানিকারক অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. শফিকুল ইসলাম বলেন, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে এদিন দেশের ব্যবসায়ী নেতারা এ বন্দর দিয়ে কোনো প্রকার পণ্য আমদানি-রপ্তানি না করার সিদ্ধান্ত নেন। বিষয়টি ভারতীয় ব্যবসায়ীদেরকে জানানো হয়েছে।
তবে, উভয় দেশের পাসপোর্টধারী যাত্রী পারাপার স্বাভাবিক রয়েছে। আগামীকাল সোমবার সকাল থেকে পুনরায় যাবতীয় আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু হবে।