বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে এ দেশ অসাম্প্রদায়িক ধর্মনিরপেক্ষ পরিবেশে শান্তি ও সমৃদ্ধির পথে এগিয়ে যাচ্ছে বলে জানিয়েছেন, শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল।
গতকাল রাতে, নগরীর ৫নং মোহরা ওয়ার্ডে ৩২তম ষোড়শ প্রহরব্যাপি মহোৎসবের ধর্মসভায় তিনি এ কথা বলেন।
এসময় উপস্থিত ছিলেন, আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, সাবেক সিডিএ চেয়ারম্যান আব্দুস ছালামসহ অনেকে। এর আগে, নগরের বাকলিয়ায় ১৮নং ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি মোহাম্মদ সাবের আহমেদের শোকসভায় অংশ নেন শিক্ষা উপমন্ত্রী।