প্রথমবার মন্ত্রীর দায়িত্ব পেয়েছেন শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের সাবেক প্রধান সমন্বয়কারী ডা. সামন্ত লাল সেন। স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের দায়িত্ব হিসেবে টেকনোক্র্যাট মন্ত্রী করে তাকে নিয়োগ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আজ রবিবার (১৪ জানুয়ারি) প্রথমবার তিনি সচিবালয়ে অফিস করেন। এ সময় মন্ত্রণালয়ের কর্মকর্তারা তাকে ফুল দিয়ে স্বাগত জানান। এরপর স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন গণমাধ্যমকর্মীদের সঙ্গে মতবিনিময় করেন।
সাংবাদিকদের সঙ্গে আলাপ শেষ করেই বিকালে তিনি ছুটে যান পুরনো কর্মস্থল শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট পরিদর্শনে। এ সময় ভুটান থেকে চিকিৎসা নিতে আসা রোগী কার্মডেবা’সহ ইনস্টিটিউটের অন্যান্য রোগীদের চিকিৎসাসেবা পরিদর্শন করেন স্বাস্থ্যমন্ত্রী। কার্মডেবার পাশে দাড়িয়ে স্বাস্থ্যমন্ত্রী জানতে চান-তোমার কোনও সমস্যা হচ্ছে? খাবার খেতে চাও, খেতে পারো?
এ সময় রোগীর মাথায় হাত রেখে স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন বলেন, তোমার মুখমণ্ডল তুমি দেখেছো? ঠিক আছে? কোনও চিন্তা করো না, আমরা আরও সার্জারি করবো এবং সব ঠিক হয়ে যাবে। তোমাকে আরও সুন্দর লাগবে।