রাজধানীর যাত্রাবাড়ী এলাকা থেকে ২৫ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের গুলশান বিভাগ।
গ্রেপ্তাররা হলেন, মহাদেব দেবনাথ ওরফে সঞ্জয় ও মো রাকিব হাওলাদার। রোববার রাতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।সোমবার (৫ ফেব্রুয়ারি) ডিবি গুলশান বিভাগের পুলিশ পরিদর্শক মো. শফিকুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, রোববার ঢাকা মহানগর এলাকায় বিশেষ অভিযান পরিচালনাকালে তথ্য আসে কয়েকজন মাদক কারবারি বিপুল গাঁজা কেনাবেচা করার জন্য কাজলা এলাকায় অবস্থান করছে। এমন তথ্যে ওই এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনাকালে পুলিশের উপস্থিতি বুঝতে পেরে দুজন ব্যক্তি পালানোর চেষ্টা করলে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছে থাকা দুটি বস্তা থেকে ২৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানান, ব্রাহ্মণবাড়িয়ার কসবা থানা এলাকা থেকে এসব গাঁজা সংগ্রহ করে ঢাকা মহানগর ও আশপাশের জেলার বিভিন্ন মাদক কারবারিদের কাছে বিক্রি করে থাকেন। যাত্রাবাড়ী থানায় রুজু হওয়া মামলায় গ্রেপ্তারদের আদালতে পাঠানো হয়েছে বলেও জানান গোয়েন্দা এ পুলিশ কর্মকর্তা।