১৫ দিন ব্যাপী কুষ্টিয়া বিসিক তৃতীয় অনলাইন মেলা-২০২১ উদ্বোধন করা হয়েছে।
শনিবার কুষ্টিয়ার জেলা প্রশাসক মুহাম্মাদ সাইদুল ইসলামের সভাপতিত্বে বিসিক জেলা কার্যালয়ের আয়োজনে সকালে বিসিক উদ্যোক্তা পরিবার,অনলাইন প্লাটফর্ম থেকে ১৫ দিন ব্যাপী অনলাইন মেলার উদ্বোধন করেন বিসিক চেয়ারম্যান মোঃ মোশতাক হাসান (এনডিসি)।
বিসিকের কুষ্টিয়া জেলা কার্যালয়ের ডিজিএম সুলাইমান হুসাইনের সঞ্চালনায় এসময় উদ্বোধনী অনুষ্ঠানে ভার্চুয়ালী যুক্ত ছিলেন, কুষ্টিয়া জেলা পরিষদ চেয়ারম্যান ও কুষ্টিয়া চেম্বার অব কমার্সের সভাপতি হাজী রবিউল ইসলাম, আতাউর রহমান সিদ্দিকী,নাসিমা আক্তার নিশাসহ আরো অনেকেই।
উদ্বোধন শেষে বিসিক চেয়ারম্যান দ্বিতীয় অনলাইন মেলার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ ও ১৫ জন উদ্যোক্তাকে নিবন্ধন প্রদান করে।পরে কুষ্টিয়া বিসিক কার্যালয়ে বৃক্ষরোপণ করেন।
এসময় বিসিক চেয়ারম্যান মোশতাক হাসান বলেন,বঙ্গবন্ধুর হাতে গড়া বিসিকই একমাত্র উদ্যোক্তা তৈরি করে। করোনা মহামারীতে জাতীর ক্রান্তিলগ্নে আমরা দেশের শিল্প-বাণিজ্যিক কার্যক্রম চলমান রাখতে অনলাইন মেলার উপর জোর দিয়েছি,যাতে করে উদ্যোক্তারা তাদের পণ্য খুব সহজেই বাজারজাতকরণ করতে পারে।