দাম কমাতে সব ধরেনের চিনি আমদানিতে ট্যারিফ ভ্যালু প্রত্যাহার করেছে জাতীয় রাজস্ব বোর্ড- এনবিআর। একইসাথে নিয়ন্ত্রণমূলক শুল্ক আরডিও কমিয়েছে সংস্থাটি। গতকাল এক প্রজ্ঞাপনে এনবিআর জানিয়েছে, এ সিদ্ধান্ত অবিলম্বে কার্যকর হবে।
দাম নিয়ন্ত্রণে বাণিজ্য মন্ত্রণালয়ের অনুরোধে দুটি এসআরও জারি করেছে এনবিআর। কর্মকর্তারা জানান, এতদিন প্রতি টন অপরিশোধিত ও পরিশোধিত চিনি আমদানিতে ট্যারিফ ভ্যালু ছিল যথাক্রমে তিন হাজার ও ৬ হাজার টাকা। এই শুল্ক পুরোপুরি তুলে দেয়া হয়েছে।
এছাড়া চিনি আমদানিতে ৩০ শতাংশ নিয়ন্ত্রণমূলক শুল্ক আরোপিত ছিল। দামের ঊর্ধ্বগতির কারণে এ শুল্ক কমিয়ে ২৫ শতাংশ করা হয়েছে। এই সিদ্ধান্ত কার্যকর থাকবে আগামী ৩০ মে পর্যন্ত।