চলতি বছরের নভেম্বরে জাতীয় পর্যায়ে মূল্যস্ফীতির হার ছিল ৫ দশমিক ৫২ শতাংশ, যা তার আগের মাসে অর্থাৎ অক্টোবরে ছিল ৬ দশমিক ৪৪ শতাংশ। গত বছরের নভেম্বরের তুলনায়ও এ বছরের নভেম্বরে মূল্যস্ফীতি কমেছে। গতবছর নভেম্বরে মূল্যস্ফীতির হার ছিল ৬ দশমিক ০৫ ভাগ।
বুধবার (২ ডিসেম্বর) বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো সূত্রে এ তথ্য জানায়।
সূত্র জানায়, নভেম্বরে খাদ্য ও খাদ্য বহির্ভূত উপ-খাতে মূল্যস্ফীতি হয়েছে যথাক্রমে শতকরা ৬ দশমিক ১ ও ৪ দশমিক ৬৫ শতাংশ, যা অক্টোবরে ছিল যথাক্রমে ৭ দশমিক ৭৩ ও ৪ দশমিক ৬২ শতাংশ।
ডেস্ক নিউজ/বিজয় টিভি