করোনা মহামারি ও লকডাউনে চলতি বছর কয়লার বৈশ্বিক ব্যবহার আগের তুলনায় প্রায় ৫ শতাংশ কমে এসেছে। তবে, আগামী বছর আবারো কয়লার বৈশ্বিক ব্যবহার চলতি বছরের তুলনায় ২ দশমিক ৬ শতাংশ বাড়তে পারে।
ইন্টারন্যাশনাল এনার্জি এজেন্সির সাম্প্রতিক প্রতিবেদনে এ সম্ভাবনার কথা জানানো হয়েছে বলে রয়টার্সের এক খবরে বলা হয়। আইইএ’র ওই প্রতিবেদনে বলা হয়, ২০১৮ সালের পর থেকে চাহিদা বিবেচনায় ভালো সময় কাটায়নি বৈশ্বিক কয়লা খাত। গত দুই বছরে জ্বালানি পণ্যটির বৈশ্বিক ব্যবহার প্রায় ৭ শতাংশ কমে এসেছে।
প্রতিষ্ঠানটির সাম্প্রতিক পূর্বাভাস অনুযায়ী, ২০২১ সালে বিশ্বজুড়ে কয়লার সম্মিলিত ব্যবহার ৭৪৩ কোটি ২০ লাখ টনে দাঁড়াতে পারে। সেই হিসাবে এক বছরের ব্যবধানে জ্বালানি পণ্যটির বৈশ্বিক ব্যবহার বাড়তে পারে ২ দশমিক ৬ শতাংশ।