আফগানিস্তানে ঝুঁকির মধ্যে থাকা আফগান নাগরিক ও মার্কিনিদের উদ্ধারে বাণিজ্যিক ফ্লাইট চালানোর নির্দেশ দিয়েছে পেন্টাগন।
যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা সচিব লয়েড জে অস্টিন এক বিবৃতিতে এ নির্দেশ দেন। এতে কাবুল থেকে নাগরিকদের সরিয়ে নেয়ার জন্য ছয়টি বাণিজ্যিক উড়োজাহাজ সংস্থাকে ১৮টি ফ্লাইট চালানোর নির্দেশ দেয়া হয়েছে।
এর মধ্যে চারটি ইউনাইটেড এয়ারলাইন্সের, তিনটি আমেরিকান এয়ারলাইন্সের, তিনটি আটলাস, তিনটি ডেল্টা এবং তিনটি অমনি এয়ারের এবং দুটি হাওয়াই এয়ারলাইন্সের বিমান। দেশটি ছেড়ে পালাতে যখন কয়েক হাজার আফগান বিমানবন্দরের বাইরে ভিড় করেছেন এবং বিমানবন্দরের ভেতরে ঢোকার চেষ্টা করছেন ঠিক তখনই বাইডেন প্রশাসন এ নির্দেশ দিয়েছে।
বাণিজ্যিক উড়োজাহাজগুলো বাহরাইন, কাতার এবং সংযুক্ত আরব আমিরাতের মার্কিন ঘাঁটিতে আগত হাজার হাজার আফগানদের পরিবহনেও সহায়তা করবে।