ইমরান খানকে গ্রেপ্তারের জেরে পাকিস্তানের সেনা দপ্তর ও কমান্ডারের বাড়িতে হামলাকারীদের কড়া হুঁশিয়ারি দিয়েছেন দেশটির সেনাপ্রধান আসিম মুনির।
ওই হামলার ঘটনাকে ‘কালো দিন’ হিসেবে অভিহিত করেছেন তিনি।
শনিবার (১৩ মে) পেশোয়ারে সেনা কর্মকর্তাদের একটি অনুষ্ঠানে এ প্রসঙ্গে তিনি বলেন, ‘যারা এ হামলার পরিকল্পনা করেছেন, অংশ নিয়েছেন, প্ররোচনা ও উসকানি দিয়েছেন, তাদের সবাইকে বিচারের মুখোমুখি করা হবে। ’
পাকিস্তানের সেনাপ্রধান আরও বলেন, সশস্ত্র বাহিনী তার স্থাপনার পবিত্রতা ও নিরাপত্তা লঙ্ঘন বা ভাঙচুরের আর কোনো প্রচেষ্টা বরদাস্ত করবে না। কালো দিবসের সমস্ত পরিকল্পনাকারী, প্ররোচনাদানকারী, উসকানিদাতা এবং নাশকতাকারীদের বিচারের আওতায় আনার জন্য আমরা সংকল্পবদ্ধ।
উল্লেখ্য, সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে গত ৯ মে গ্রেপ্তারের পর উত্তাল হয়ে ওঠে পাকিস্তান। দলীয় প্রধানকে গ্রেপ্তারের কারণে এদিন ক্ষুব্ধ হয়ে ওঠেন তেহরিক ই-ইনসাফের (পিটিআই) কর্মীরা। রাওয়ালপিন্ডিতে সেনাবাহিনীর সদরদপ্তর এবং লাহোরে এক সেনা কমান্ডারের বাড়িতে হামলা চালায় তারা।
বিক্ষোভ থামাতে ৭২ ঘণ্টার জন্য ইন্টারনেট পরিষেবা বন্ধ রাখা হয়। গ্রেপ্তার করা হয় ২ হাজারের বেশি মানুষকে। পুলিশের সঙ্গে সংঘর্ষে এখন পর্যন্ত ১০ জন নিহত হয়েছেন বলে জানা গেছে।
এসব সহিংসতা ও সেনাবাহিনীর সদরদপ্তরে জনতার হামলার জন্য সেনাপ্রধান আসিম মুনিরকেই দুষছেন ইমরান খান।