গাজার দেইর আল-বালাহ’র নুসেইরাত ক্যাম্পে চালানো ইসরায়েলি হামলায় নারী ও শিশুসহ অন্তত ১৩ জন নিহত হয়েছেন।
স্থানীয় সময় গতকাল এ হামলা চালানো হয় বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
সংবাদমাধ্যমটি জানায়, বিমান হামলায় বেশকিছু ভবন বিধ্বস্ত হয়েছে। সেখানে ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছেন অনেকে। এছাড়া গাজার অন্যান্য অঞ্চলেও চলছে নির্বিচার হামলা। গতকাল উপত্যকার শতাধিক স্থানে বোমাবর্ষণ করে ইসরায়েলি সেনারা।
টার্গেট করা হয় শরণার্থী শিবির ও আবাসিক এলাকা। ইসারায়েলি সেনাবাহিনীর দাবি, গত ২৪ ঘণ্টায় হামাসের ৪ শতাধিক ঘাঁটিকে টার্গেট করে জল, স্থল ও আকাশপথে অভিযান চালানো হয়েছে।