প্রধানমন্ত্রী ও যুবরাজ, করোনা-আক্রান্ত হয়েছিলেন দু’জনেই। সুস্থ হয়ে ওঠার পরে ব্রিটেনের প্রধানমন্ত্রী বরিস জনসন চিকিৎসক-নার্সদের অজস্র ধন্যবাদ জানিয়ে বলেছিলেন, ‘‘এ যাত্রায় ওঁদের জন্যই বাঁচলাম।’’ আজ যুবরাজ চার্লস বললেন, ‘‘আমার সৌভাগ্য, বেশি ভুগতে হয়নি। কিন্তু অসুখটাতো হয়েছিল। জানি বাকিরা কোন পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছেন।’’
মার্চ মাসের শেষের দিকে করোনা-পজ়িটিভ ধরা পড়ে ৭১ বছর বয়সি চার্লসের। তার পর রানি দ্বিতীয় এলিজ়াবেথের স্কটল্যান্ড এস্টেটের বার্কহলের প্রাসাদে নিভৃতবাসে চলে যান তিনি। আজ জানালেন, ওই একা থাকার সময়েই তিনি আরও দৃঢ়প্রতিজ্ঞ হয়েছেন— এই পৃথিবীকে নতুন করে গড়তে হবে। ওয়ার্ল্ড ইকনমিক ফোরামের একটি অনলাইন বৈঠকে আজ যোগ দেন যুবরাজ। তাতে জানান, ভবিষ্যৎ-বিপর্যয় এড়াতে ‘গ্রেট রিসেট’ নামে একটি প্রকল্প শুরু করতে চলেছে রাজপরিবার।
সূত্র: আনন্দবাজার