ভারতে করোনার সংক্রমণের হার প্রায় প্রতিদনই বাড়ছে। পুরনো সব রেকর্ড ভেঙে এবার দৈনিক সংক্রমণের সংখ্যা ৫০ হাজার ও ছাড়িয়ে গেল। গত ২৪ ঘণ্টায় দেশটিতে ৫২ হাজার১২৩ জন নতুন করে করোনা আক্রান্ত হয়েছে।
ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের বৃহস্পতিবারের পরিসংখ্যা বরাত দিয়ে এনডিটিভি’র প্রতিবেদনে বলা হয়, এখনও পর্যন্ত মোট ১৫ লাখ ৮৩ হাজার ৭৯২ লাখ মানুষের করোনা শনাক্ত হয়েছে।
তবে চিকিৎসার পর ইতমধ্যে ১০ লাখ ২০ হাজার ৫৮২ জন সুস্থ জীবনে ফিরেছেন। বর্তমানে দেশটিতে করোনা থেকে সুস্থতার হার ৬৪.৪৩ শতাংশ।
বুধবার সারা দিনে মারা গেছেন ৭৭৫ জন করোনা রোগী। ফলে দেশটিতে এপর্যন্ত ৩৪ হাজার ৯৬৮ জনের প্রাণ কাড়ল করোনা ভাইরাস।
বৃহস্পতিবার সকাল পর্যন্ত মোট ১ কোটি ৮১ লাখ ৯০ হাজার ৩৮২ জনের শরীর থেকে নমুনা সংগ্রহ করে পরীক্ষা করা হয়েছে। শুধু গতকালই (বুধবার) সারা দেশে মোট ৪ লাখ ৪৬ হাজার ৬৪২ জনের শরীরে নমুনা পরীক্ষা করা হয়েছে। সূত্র: ইউএনবি