লাদাখ সীমান্তে চীনের বিরুদ্ধে ‘উস্কানিমূলক পদক্ষেপের’ অভিযোগ এনে তা প্রতিহত করার দাবি করেছে ভারত।
দেশটির সরকারের বরাত দিয়ে এনডিটিভি এক প্রতিবেদনে এ খবর নিশ্চিত করে। খবরে বলা হয়, শনিবার রাতে প্যাংগংয়ের দক্ষিণে ভারতীয় ভূখণ্ডে চীনের সেনা নতুন করে ঢোকার চেষ্টা করে। দুই পক্ষের মধ্যে হাতাহাতি হয়েছে বলেও দাবি করে সেনা সূত্র।
তবে, হতাহতের কোনও খবর পাওয়া যায়নি। সামরিক ও কূটনৈতিকে আলোচনার মধ্যেই এই সংঘর্ষের ফলে চীন-ভারত সীমান্তে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। যদিও এ দাবি নাকচ করেছে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়।
নিউজ ডেস্ক/বিজয় টিভি