ভূমধ্যসাগরে তেল-গ্যাস অনুসন্ধান নিয়ে গ্রিসের সঙ্গে উত্তেজনার মধ্যেই কৃষ্ণসাগরে আরেকটি অনুসন্ধান জাহাজ পাঠানোর পরিকল্পনা করছে তুরস্ক।
এর ফলে ওই অঞ্চলে উত্তেজনা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। তুরস্কের জ্বালানি মন্ত্রী ফাতেহ দোনমাজ রোববার এক টুইটার বার্তায় জানান, তার দেশ কৃষ্ণসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের জন্য ‘কানুনি’ নামে আরেকটি জাহাজ পাঠাচ্ছে। শিগগিরই জাহাজটি কাজ শুরু করবে।
তবে, কৃষ্ণসাগরের ঠিক কোন জায়গায় এ অনুসন্ধান চালানো হবে তা জানাননি তিনি।
নিউজ ডেস্ক/বিজয় টিভি