মিশরে সম্প্রতি সেখানকার পুরাতত্ত্ববিদরা কয়েক হাজার বছরের পুরনো ১৩টি শবাধার খুঁজে পেয়েছেন। এগুলি সাহারা মরুভূমির গভীরে সাক্কারা নামের একটি সমাধিক্ষেত্র থেকে উদ্ধার হয়েছে।
জায়গাটি মিশরের রাজধানী কায়রো থেকে প্রায় ৩০ কিলোমিটার দক্ষিণে অবস্থিত। এই শবাধারগুলি নিয়ে এখন গবেষণা চলছে। গবেষক দলের অনুমান, শবাধারগুলি প্রায় আড়াই হাজার বছর আগে সিল করে দেয়া হয়েছিল।
এছাড়াও ওই সামধিক্ষেত্র থেকে কয়েক হাজার সারকোফ্যাগাস পাওয়া গিয়েছে। মিশরের পর্যটন মন্ত্রক জানিয়েছে, শবাধারগুলি একটির উপর আর একটি সাজিয়ে রাখা হয়েছিল। সেগুলি ভূমি থেকে প্রায় ১১ মিটার নীচে পাওয়া গিয়েছে।
নিউজ ডেস্ক/বিজয় টিভি