চলতি বছরের শেষ নাগাদ করোনাভাইরাস প্রতিরোধ করতে সক্ষম ভ্যাকসিন বাজারে আসতে পারে বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।
মঙ্গলবার সংস্থাটির মহাপরিচালক টেড্রোস আধানম গেব্রিয়াসুস এ সম্ভাবনার কথা জানান। তবে সমানভাবে ভ্যাকসিন বন্টন নিশ্চিত করতে সংহতি ও রাজনৈতিক প্রতিশ্রুতি জোরালো করতে বিশ্ব নেতাদের প্রতি আহ্বান জানান তিনি।
২০২১ সাল নাগাদ ২০০ কোটি ডোজ ভ্যাকসিন বিতরণের লক্ষ্য নিয়ে হু’র নেতৃত্বে কোভ্যাক্স গ্লোবাল ভ্যাকসিন ফ্যাসিলিটি গঠিত হয়েছে।
এই ফ্যাসিলিটির বিবেচনায় রয়েছে করোনাভাইরাসের নয়টি পরীক্ষামূলক ভ্যাকসিন। এখন পর্যন্ত এই ফ্যাসিলিটিতে যুক্ত হয়েছে ১৬৮টি দেশ। তবে এদের মধ্যে যুক্তরাষ্ট্র, রাশিয়া কিংবা চীনের মতো দেশগুলো নেই।
নিউজ ডেস্ক/বিজয় টিভি