কোভিড-১৯ এ আক্রান্ত হয়ে ১০ দিন তার প্রিয় নির্বাচনী প্রচারণা থেকে বাইরে ছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
সোমবার তিনি ফ্লোরিডার নির্বাচনী সমাবেশে অংশ নেন। ট্রাম্প দাবি করেন এখন তিনি অনেক সুস্থ আছেন।
অরল্যান্ডের কাছে স্যানফোর্ডে সমর্থকদের উদ্দেশ্যে ট্রাম্প আরো বলেন, ‘আমি খুবই শক্তি অনুভব করছি। আমি আপনাদের কাছে যাবো। আমি সকল দর্শক শ্রোতাকে চুম্বন করবো। দীর্ঘ ও বড়ো চুম্বন।
এর আগে ট্রাম্পের ডাক্তাররা জানিয়েছেন, তার শরীরে করোনা নেগেটিভ শনাক্ত হয়েছে।
তারা তাকে সমাবেশে অংশ নেয়ারও অনুমোদন দেন। তারা জানান, তিনি আর অন্য কাউকে সংক্রমিত করতে পারবেন না।
এছাড়া ট্রাম্প রোববার নিজেকে করোনামুক্ত দাবি করেন। তবে তার এ দাবি প্রমাণিত নয়।